বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এ্যাপোলোতে সচেতনতামূলক সেমিনার

এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে গতকাল হাসপাতালের অডিটোরিয়ামে 'ফ্র্যাকচার প্রিভেনশন ম্যানেজমেন্ট' শীর্ষক সেমিনার আয়োজিত হয়। এ্যাপোলো বি এম ডি (নিউক্লিয়ার মেডিসিন) আর্কাইভ থেকে সংগৃহীত প্রায় ৫০ জন রোগী, যাদের হাড়ের ঘনত্ব মাইনাস ২.৫ অথবা তার নিচে এমন রোগী এবং তাদের আত্দীয়-স্বজন এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে অর্থোপেডিঙ্ ও নি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা. এম আলী, অব্সটেট্রিঙ্ অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম এবং প্রিন্সিপাল ডায়টেশিয়ান মিস তামান্না চৌধুরী অস্টিওপরোসিস, হাড় ভাঙা এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ খবর