বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

পাটশিল্প বাঁচাতে ২০০ কোটি টাকার ঋণ

দেশের পাট শিল্পকে বাঁচাতে রফতানির সঙ্গে সংশ্লিষ্ট সব পাটকল, রফতানিকারক ও ব্যবসায়ীকে স্বল্প সুদে মোট ২০০ কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। ৫ বছর মেয়াদী এই ঋণ বিতরণে দেশের ১৬টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রবাস চন্দ্র মলি্লক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা চুক্তিতে সই করেন।

সর্বশেষ খবর