বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
এমএলএম কোম্পানিকে লাইসেন্স

তদন্ত করবে সংসদীয় সাব-কমিটি

কিসের ভিত্তিতে এমএলএম কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে তা তদন্তের জন্য আগামী সপ্তাহে মাঠে নামছে সংসদীয় সাব-কমিটি। গত বছর লাইসেন্স পাওয়া ৫টি এমএলএম কোম্পানিকে এ তদন্তের আওতায় নেওয়া হয়েছে। এদিকে এসব কোম্পানির কার্যক্রম তদন্ত করতে গঠিত সংসদীয় উপ-কমিটির সদস্যরা হলেন- মোতাহার হোসেন এমপি আহ্বায়ক। এনামুল হক ও ওয়ারেসাত হোসেন বেলাল এমপি সদস্য। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোর্তুজা রেজা চৌধুরী ও যুগ্ম-সচিব আবদুল মান্নানও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে সংসদীয় উপ-কমিটির সদস্যরা গতকাল সংসদ ভবনে এক সভায় মিলিত হয়ে তদন্তের টার্মস অব রেফারেন্স ও শিডিউল নির্ধারণ করেন। সাব-কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী সপ্তাহ থেকে আমরা তদন্তের কাজ শুরু করব। আজকে আমরা মূলত বসেছি কীভাবে তদন্ত কাজটি করব, কোম্পানির কোন বিষয়গুলো তদন্তের আওতায় আসবে, মন্ত্রণালয়ের কোন বিষয়গুলো দেখতে হবে-এসব ঠিকঠাক করতে।

সর্বশেষ খবর