শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি

পোশাক খাতে প্রশিক্ষণ দেবে আইএফসি

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে পরিবেশ এবং সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা প্রণয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রশিক্ষণ দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। বাংলাদেশ ব্যাংক এবং আইএফসি যৌথভাবে টেক্সটাইল খাতে পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা প্রস্তুতকরণের কাজ সম্পাদন করবে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী তৈরি পোশাক খাতে কার্যত ব্যবসা-প্রতিষ্ঠানসমূহকে পরিবেশ ও সামাজিক ঝুঁকি, ঝুঁকি ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত নীতিমালা সম্পর্কে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তৈরি পোশাক খাতে বিনিয়োগের ক্ষেত্রে উদ্ভ‚ত পরিবেশ ও সামাজিক ঝুঁকি হ্রাস করতে সমর্থ হবে। বাংলাদেশ ব্যাংক এবং আইএফসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক   মনোজ কুমার বিশ্বাস এবং আইএফসির পক্ষে প্রোগ্রাম ম্যানেজার মো. মাসরুর রিয়াজ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে  সুর চৌধুরী, নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী        চৌধুরী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং আইএফসি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর