বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন  লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬২ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দিনও ডিএসইতে মাত্র ২৯৭ কোটি টাকার লেনদেন হয়। লেনদেনের সঙ্গে ডিএসইর সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দিন শেষে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে  গিয়ে দাঁড়িয়েছে। তিন দিনে ডিএসই সূচকের পতন হয়েছে ৭০ পয়েন্ট।

মার্জিন লোন প্রদানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন সিদ্ধান্তের প্রভাব পড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর