বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেয়ারবাজার পতন ঠেকানো যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার পতন ঠেকানো যাচ্ছে না। অধিকাংশ প্রতিষ্ঠান দর হারাচ্ছে। লেনদেনের পরিমাণও কমছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে  ২৫৫ কোটি ২ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৯ কোটি ৫ লাখ টাকা কম। আর সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা। দিনশেষে লেনদেন হওয়া ১৪৮টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। এই দর পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) টানা ষষ্ঠ দিন পার করল। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। 

সর্বশেষ খবর