বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কঠোর ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে বিভিন্ন জাঙ্ক শেয়ারে কারসাজি

—অধ্যাপক আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক

কঠোর ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে বিভিন্ন জাঙ্ক শেয়ারে কারসাজি

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু কথা বলে শেয়ারবাজারে আস্থা ফেরানো যাবে না। এক বছরে একটি ভালো কোম্পানি শেয়ারবাজারে আনা যায়নি। কেন বৃহৎ মূলধনী কোম্পানি বাজারে আসছে না। সেটা বিএসএইসিকে উদ্যোগ নিতে হবে। বহুজাতিক  কোম্পানিকে বিশেষ সুবিধা না দিলে তারা বাজারে আসবে না। এ ছাড়া বাজারে নানা সময় জাঙ্ক শেয়ারে কারসাজি চলে। কারসাজি ধরে এক লাখ টাকা জরিমানা করলে  কারসাজি বন্ধ হবে না। এর সঙ্গে জড়িত প্রমাণ পেলে আজীবন   শেয়ারবাজারে  নিষিদ্ধ  করতে  হবে।

সর্বশেষ খবর