বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
শে য়া র বা জা র

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০১ কোটি টাকা

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং গত মঙ্গলবারের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০১ কোটি ২৪ লাখ টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৭৬ পয়েন্ট, আর সিএসসিএক্স বেড়েছে ৪ দশমিক ০৮ পয়েন্ট। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে

৪ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ৫ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৭ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪১৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ খবর