বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা
শেয়ার বাজার

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রতিদিন ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৭৩ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩২০  কোটি ১৮ লাখ টাকা। সুতরাং মঙ্গলবারের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২৪ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬১ কোটি ২৯ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০২ কোটি ২ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ১৯ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম  বেড়েছে ১৯৬ টির। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২  কোটি ১৩ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭৩ দশমিক ২২ পয়েন্ট  বেড়ে ৮ হাজার ১৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ খবর