বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
শেয়ার বাজার

ডিএসইতে প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও  লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১১ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ১৭ দশমিক ৯১ পয়েন্ট।

গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৫১ কোটি ৫২ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ১ লাখ টাকা। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৮ কোটি ২২ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৮ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১২ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ খবর