শিরোনাম
বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

রমজানে বাজার নিয়ে সতর্ক সরকার

রুকনুজ্জামান অঞ্জন

রমজানে বাজার নিয়ে সতর্ক সরকার

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে সতর্ক রয়েছে সরকার। কারসাজি বা পণ্য মজুদ করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোও সজাগ রয়েছে। এ ছাড়া আগের বছরের মতো বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত মনিটরিং টিমগুলোও মাঠে থাকবে। স্বল্প আয়ের মানুষকে ন্যায্যমূল্যে পণ্য দিতে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক নিয়ে বাজারে নামছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, এ মুহূর্তে ছোলা, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মজুদ প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বছরের মতো টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বাজারে সরবরাহ করতে উদ্যোগ গ্রহণ করেছে। সারা দেশে ডিলারের মাধ্যমে এবং প্রধান শহরে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে। চাঁদাবাজি বন্ধসহ নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর, ঘাট ও মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের কারসাজি না করতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে সরকারের সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো।  টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, রোজার মাসকে সামনে রেখে সারা দেশে ন্যায্যমূল্যে পাঁচ ধরনের পণ্য ট্রাক-সেল করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। পণ্যগুলো হচ্ছে— চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর। এ ছাড়া টিসিবির ১০টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ২ হাজার ৮১১ জন ডিলারের মাধ্যমে সারা দেশে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। নিজস্ব ডিলার ছাড়াও ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরের ২টি পয়েন্টে টিসিবির ট্রাকে ৫টি পণ্য পাওয়া যাবে। ক্রেতারা প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, ছোলা প্রতি কেজি ৭০ টাকা এবং খেজুর প্রতি কেজির দাম পড়বে ১২০ টাকা। প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা এবং সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে পারবেন।

ঢাকায় যেসব স্থানে পাওয়া যাবে টিসিবির পণ্য— সচিবালয় গেট প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ছাপরা মসজিদ ও পলাশী মোড়, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট/ নীলখেত মোড়, শ্যামলী/ কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ী, ফার্মগেট, কলমীলতা বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত, ঢাকা ক্যান্ট., ঢাকা, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, আনসার ক্যাম্প/ পাইকপাড়া, মিরপুর, মিরপুর ১ নম্বর মাজার  রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার আইডিয়াল জোন, মতিঝিল বকচত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প ও রাজলক্ষ্মী উত্তরা, মোহাম্মদপুর কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দিপাড়া কৃষি ব্যাংকের সামনে এবং কালশী মোড়।

সর্বশেষ খবর