বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টেলিটকের চুক্তি স্বাক্ষর

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর  হয়। চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে। অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে মো. রফিকুল হক, সিস্টেম ম্যানেজার (আইসিটি উইং) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এর পক্ষে মো. সাইফুর রহমান খান, এডিশনাল জেনারেল ম্যানেজার (সেলস্, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম) চুক্তি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর