বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

এবি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি


প্রিমিয়ার ব্যাংক নোয়াখালী মাইজদীতে নতুন শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-৩৩ নোয়াখালী।


রমজান ও ঈদ উপলক্ষে এবার বিকাশে রেমিট্যান্স আসার হার বেড়েছে প্রায় ৭০ শতাংশ। ৯০টিরও বেশি দেশ থেকে সাড়ে ছয় লাখ প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। -বিজ্ঞপ্তি

 

ব্র্যাক ব্যাংকের ক্যাফেতে ক্যাশলেস পেমেন্ট

ব্যাংকের চলমান ডিজিটাল ট্রান্সফর্মেশনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়াগুলো ক্যাশলেস পেমেন্ট পদ্ধতি চালু করেছে। ঈদের ছুটির পর প্রথম দিন থেকেই ক্যাশলেস হয়ে যায় দুটি ক্যাফে। ইন-হাউস ফুড কোটে খাবার গ্রহণের সময়, ব্যাংকের কর্মকর্তারা তাদের পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসেবে আস্থা কিউআর, বিকাশ বা পিওএস বেছে নিতে পারেন। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা ও দ্রুত সেবা পাচ্ছেন।

 

লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড সাবস্ক্রিপশন সম্পন্ন

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ৩ হাজার মিলিয়ন টাকার প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টিবল, জিরো কুপন বন্ড এর সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে। একাধিক ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, পেনশন ও গ্র্যাচুয়িটি ফান্ড এই ইস্যুতে সাবস্ক্রিপশন করে। লংকাবাংলা ফাইন্যান্স সক্রিয়ভাবে বন্ড ইস্যু ও অন্যান্য বহুমুখী বিকল্প দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থায়নের নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর