বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

সম্প্রতি সাতক্ষীরায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল দক্ষিণবঙ্গে ইয়ামাহার সবচেয়ে বড় শোরুম ‘প্রেস্টিজ মোটর’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।


পূবালী ব্যাংক লিমিটেড, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (ADC) বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মকর্তাকে স্বাগত জানাতে সম্প্রতি প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।


সম্প্রতি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে বিকাশ লিমিটেডের মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে বিকাশের সব কর্মকর্তা ও কর্মচারী ডেল্টা লাইফ থেকে স্বাস্থ্য বীমা সুবিধা প্রাপ্য হবেন। -বিজ্ঞপ্তি

 

সান কমিউনিকেশনের অনন্য অর্জন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড ২০২৩-এ, ‘সেনোরা-মেয়ে তোমার স্বস্তির জন্য’ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আটটি অ্যাওয়ার্ড জিতেছে সান কমিউনিকেশনস লিমিটেড। অ্যাওয়ার্ডগুলো হলো- রেজা আলী ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড ২০২৩, রুরাল মার্কেটিং ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি, ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটিতে গ্র্যান্ড প্রি ইত্যাদি।

 

কনকার R7 Series TV পুরস্কৃত

কনকা বিশ্বের বৃহত্তম কনজুমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ট্রেড শো ইন্টারন্যাশনাল ফানকাউসস্টেলুং বার্লিন (আইএফএ) ২০২৩-এ গোল্ড পুরস্কার জিতেছে। আইএফএ ট্রেড শোটি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হয়, যেখানে কনজুমার ডিভাইস এবং অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের উদ্ভাবনগুলো প্রদর্শন করে। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর