বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের সেলফিন

আর্থিক পরিষেবা ব্যবহারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রাহকদের চাহিদা। দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য সেবাই সবার পছন্দ। ক্রমবর্ধমান চাহিদার ফলে চালু হয়েছে অনেক আর্থিক প্রযুক্তি বা ফিনটেক। উন্নত হয়েছে ব্যাংকগুলোর পরিষেবার গুণগত মান। ‘ব্যাংকিং এন্ড বিয়ন্ড’-এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে প্রযুক্তিভিত্তিক সব ব্যাংকিং সমাধান। ২০২০ সালে যাত্রা শুরুর পর ইতোমধ্যে প্রায় ৩৪ লাখ গ্রাহক সেলফিন ব্যবহার করছে। ইসলামী ব্যাংকের  সেলফিন অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ৯ লাখ ৬১ হাজার গ্রাহক অ্যাকাউন্ট খুলেছেন। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সেলফিন অ্যাপ ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিতে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী সেলফিনে রেজিস্ট্রেশনসহ নিজেই ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খুলতে পারেন। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর