বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

জিপিএইচ ইস্পাত লিমিটেড সম্প্রতি রাজশাহীর একটি সম্মেলন কেন্দ্রে "Country’s only high strength and high performing steel GPH Quantum B600C-R & B600D-R: Improving earthquake resilience" শীর্ষক সেমিনারের আয়োজন করে।

আরব ন্যাশনাল ব্যাংকের টেলিমানি রেমিট্যান্স সেবার প্রধান খালেদ এ. ইব্রাহিম সম্প্রতি ঢাকায় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিনের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি দ্বিপক্ষীয় রেমিট্যান্স উন্নয়ন সভায় অংশ গ্রহণ করেন।

ওয়ালটন ফ্রিজ আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অত্যাধুনিক ‘এআই ডক্টর’ ফিচারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর