সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোট ধরে রাখতে পাহারা

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

ভোট ধরে রাখতে পাহারা

গত পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে নারী ভোটার ছিলেন প্রায় ১৮ হাজার। পাঁচ বছরের ব্যবধানে বেড়ে সেই সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ২১ হাজার ২০০ জনে। এ বিপুলসংখ্যক নারী ভোটারের  ভোট নিজ ব্যালটে টানতে মরিয়া হয়ে উঠেছেন তিন মেয়র প্রার্থীসহ নারী ও পুরুষ কাউন্সিলররা। নারী ভোটারদের মন জিততে প্রার্থীর পক্ষে তাদের সহধর্মিণীরাও নেমেছেন মাঠে। উঠান বৈঠক থেকে শুরু করে গণসংযোগ ও প্রচারের প্রতিটি প্রক্রিয়ায় মূল টার্গেট করা হয়েছে নারী ভোটারদের। এদিকে ভোট যেন না হারায় তার জন্য প্রার্থীদের পক্ষ থেকে বসানো হয়েছে পাহারা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রহরীরা ভোট রক্ষার জন্য রাত জেগে পাহারা দিচ্ছে।

নবাবের হাট এলাকার ভোটার শাহিনা আক্তারের মতে, যেহেতু নারীরা ঘরের বাইরে কম বের হন, তাই অন্যদের চেয়ে তাদের রাজনৈতিক সচেতনতা তুলনামূলকভাবে কম। প্রার্থীরা তাই ভাবছেন, কোনোভাবে নারী ভোটারদের কাছে পৌঁছতে পারলেই তাদের মন জেতা যাবে। টিউমলপাড়া এলাকার ভোটার রাশিদা বেগম বললেন, ‘অত দলটল বুঝি না। ভালা মানুষ, সত্ মানুষ, যারে দিলে কাম (উন্নয়ন) অইবো, তারেই ভোট দিমু।’ ভোটারদের মন যেন ঘুরে না যায়, সেজন্য দ্বিগুণ টাকা দিয়ে প্রার্থীরা নিযুক্ত করে রেখেছেন পাহারাদার! পাছে না আবার প্রতিপক্ষের দখলে চলে যায় ভোট। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর