সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থী ধানের শীষের ভোট চাইছেন নৌকায়

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় বিএনপি নেতারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন বলে অভিযোগ তুলেছেন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী মহিউদ্দিন বানাত ও তার সমর্থকরা। এতে কিছুটা হলেও বেকায়দায় পড়েছেন ২০ দলের প্রার্থী। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদ প্রার্থী আবদুল আলীম স্বপন।

ভেড়ামারা পৌরসভায় ২০ দলীয় জোট তথা বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের উপজেলা সভাপতি মহিউদ্দিন বানাতকে। অভিযোগ উঠেছে ভেড়ামারা বিএনপির মূল কাণ্ডারি জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন না দিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থীর জন্য ভোট চাইছেন। তিনি একাধিক সভা করে দলের নেতা-কর্মীদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নির্দেশও দিয়েছেন। মহিউদ্দিন বানাত এ ব্যাপারে দলীয় হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগও করেছেন। অভিযোগে মহিউদ্দিন বানাত উল্লেখ করেছেন, তাকে (বানাত) জোট থেকে মনোনয়ন দেওয়ায় অধ্যাপক শহীদুল ইসলাম তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সর্বশেষ খবর