সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নড়িয়ায় বিদ্রোহী প্রার্থী সর্বেসর্বা

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর।

নড়িয়ায় বিদ্রোহী প্রার্থী সর্বেসর্বা

নড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবুর চাপে তাদের সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হয়েছে এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ থেকে বর্তমান মেয়র হায়দার আলী ও বিএনপি থেকে উপজেলা বিএনপির সদস্য রেজাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে পৌরসভা আ.লীগের সদস্য শহীদুল ইসলাম বাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসলেহ উদ্দিন। প্রতীক বরাদ্দের পর থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবুর সমর্থকরা তার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করছেন। শুক্রবার নড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মমিনুল হক স্বপন মাঝির বাড়িতে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির প্রার্থী রেজাউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর  ঘোষণা দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের আ.লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেন। স্বতন্ত্র প্রার্থী মোসলেহ উদ্দিন ওই সভায় উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নড়িয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মমিনুল হক স্বপন মাঝি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেন, নড়িয়ায় বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। তার সমর্থকরা আ.লীগের প্রার্থীকেই ঘর থেকে বের হতে দেয় না। আমাদের প্রার্থী কোনো প্রচারণা চালাতে পারছে না। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। প্রশাসন কোনো সহযোগিতা করছে না। স্বতন্ত্র প্রার্থীর চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আ.লীগের মেয়র প্রার্থী হায়দার আলী বলেন, শহীদুল ইসলাম বাবু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সর্বশেষ খবর