সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাসে মাসে ভোট আইতো

বেলাল রিজভী, মাদারীপুর

মাসে মাসে ভোট আইতো

মাসে মাসে ভোট আইতো তয়লে আমাগো দাম বাড়তো, এহন ভোট আইছে আর আমাগো দাম ওইছে। প্রত্যেক দিন ৫-৬ জন কইর্যা লোক আমাগো বাড়ি আহে ভোট চাইতে। কেউ টাহা দেন, কেউ কাপুড় দেন, এহন প্রত্যেক দিন কতকিছু পাই। ভোটের আগে একবার কেউ আমাগো খবর লয় নাই। কথাগুলো বলছিল মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ভোটার আমেনা বেগম। পৌর নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয়ের জন্য প্রার্থীরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। কেউ দিচ্ছেন নগদ টাকা, কেউ দিচ্ছেন শাড়ি কাপড়, কেউ দিচ্ছেন শীতের কাপড়। কেউ আবার মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছেন অনুদান। এছাড়াও প্রার্থীরা বেকার যুবক-যুবতীদের জন্য সৃষ্টি করছেন বিশেষ কর্মসংস্থান। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা বেকার যুবক-যুবতীদের ৫-৭ জন করে টিম বানিয়ে নির্বাচনী প্রচারণার কাজে লাগাচ্ছেন। জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা করে দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার ওপর আবার টাকার হেরফের হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর