সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জগের পানিতে ডুবছে নৌকা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

২০০৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ক-শ্রেণিতে উন্নীত পৌরসভায় গ্যাস ও ডাস্টবিন সংকট রয়েছে। এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৩৬৭ জন। এখানে তিন মেয়র প্রার্থী থাকলেও লড়াই হবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহীর মধ্যে। ভোটারদের বক্তব্য, সুষ্ঠু নির্বাচন হলে এখানে জগের অল্প পানিতেই ডুবতে পারে নৌকা। এর কারণ সম্পর্কে বক্তব্য, বিদ্রোহী প্রার্থীর বাড়ি চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন চান্দিশকরা। বাজারেও রয়েছে তার আধিপত্য। তার এলাকায় ভোটও বেশি। বিএনপি-জামায়াতও তাকে ভোট দেবে। এছাড়া আওয়ামী লীগের বড় একটা অংশও ভিতরে ভিতরে বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করছে। এদিকে এই বাস্তবতায় এখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. ইমাম হোসেন ওরফে এনাম পাটোয়ারী (জগ প্রতীক)। সরেজমিনে গেলে তিনি প্রতিবেদকের কাছে এ দাবির কথা জানান। তিনি বলেন, চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এরই মধ্যে কেন্দ্র দখলের পাঁয়তারা শুরু করেছেন। তিনি বহিরাগত ক্যাডার দিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা শুরু করেছেন। এজন্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সেনা মোতায়েন জরুরি।

অপরদিকে এ দাবির বিপক্ষে যুক্তি তুলে ধরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, কুমিল্লায় মাত্র ছয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা জেলা পুলিশ লাইনসহ প্রতিটি থানায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছেই। এরপর সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, এনাম পাটোয়ারীর ক্যাডাররা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে। গত কয়েক দিনে এনাম পাটোয়ারীর লোকজনের হামলায় আমার প্রায় ৫০ নেতা-কর্মী আহত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর