সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রচারণায় একাই তিনি

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

"‘আমি আলমগীর কবির জুয়েল, মার্কা আমার নারিকেল গাছ, সত্ ও শিক্ষাকে মূল্যায়ন করুন।’ এভাবেই হ্যান্ডমাইক নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের প্রচারণা চালিয়ে ভোট চাইছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চার  মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির জুয়েল। গত মঙ্গলবার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তার পাশে এ দৃশ্য দেখা যায়। তিনি হ্যান্ডমাইক বাজিয়ে তার নিজ নারিকেল গাছ প্রতীকে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং ভোটারদের জমায়েত করে নিজ যোগ্যতার কথা ও মেয়র নির্বাচিত করলে তিনি এ পৌরসভার কি কি করবেন, তা তুলে ধরছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তার

 হলফনামা ঘেঁটে জানা যায়, তিনি স্নাতক (বিএ) পাস। ১৯৯৮ সালের নভেম্বরে তিনি সেনাবাহিনীতে যোগদান করে দীর্ঘ ১৭ বছর চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করেন। এই অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলমগীর কবির জুয়েল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশ সেবা করেছেন, এখন পৌরবাসীর সেবা করতে চান। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকেই তিনি গণসংযোগ চালাচ্ছেন। মেয়র নির্বাচিত হলে তিনি পৌরসভার কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না উল্লেখ করে জানান, একমাত্র সরকারিভাবে যে মাসিক ভাতা দেওয়া হয় তা গ্রহণ করবেন। পৌরসভাকে জুয়া ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তিনি সেনাবাহিনীতে চাকরি জীবনে যেভাবে টহল দিয়েছেন সেভাবেই পৌর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে টহল দেবেন বলে অঙ্গীকার করেছেন। ঘুষ-দুর্নীতির ঊর্ধ্বে থেকে পৌর এলাকার অচল রাস্তা সচল, ড্রেন ও পানির লাইন, ডাস্টবিন নির্মাণ করাসহ এলাকার উন্নয়নে যা যা করার তা তিনি সরকারি বাজেট দিয়েই করবেন বলে জানান। কয়েকজন ভোটার বলেন, আলমগীর তার নারিকেল গাছ মার্কায় ভোট নিজেই চেয়ে বেড়াচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর