১০ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৪
রাজৈর পৌরসভার নির্বাচন

প্রতীক নিয়ে প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক ২

মাদারীপুর প্রতিনিধি

প্রতীক নিয়ে প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক ২

মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। মাদারীপুর জেলায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজৈর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ২ জনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নী। এসময় আটককৃত আরমান মিয়ার কাছ থেকে ৪টি ডালিম জব্দ করা হয়। তিনি প্রার্থীর নির্বাচনী প্রতীক ডালিম নিয়ে ভোটারদের উত্যক্ত করছিলেন। একই অপরাধে আটক হওয়া অপর ব্যক্তির নাম অন্তর মিয়া।

প্রসঙ্গত, ডালিম পৌর কাউন্সিলর পদের প্রার্থীর প্রতীক।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, রাজৈর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর