১৭ ডিসেম্বর, ২০২০ ১৭:৪৫
কুয়াকাটা পৌরসভা নির্বাচন

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,  আহত ২৪

হামলায় আহতরা চিকিৎসা নিয়েছেন হাসপাতালে।

সাগর কন্যাখ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভায় নৌকা ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার তার সমর্থকদের নিয়ে যাচ্ছিলেন। এসময় নৌকা মার্কার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িতে পড়েন তারা।

এতে জগ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থক আ. হক হাং, মো. ফিরোজ, মো. সেলিম, আ. বারেক, রাসেল, আ. রব মাঝি, হোসেন গাজী, আলী হায়দার, ছগির মোল্লা, আলাউদ্দিন আহত হয়।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নৌকা মার্কার সমর্থক রাকিবুল, রাকিব, হাসিব, ইউসুব, রাসেল, মিজানুর, আবু ছালেহ, শাহ্জালাল ও দুলাল গুরুতর আহত হয়। তাদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদর ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা মেয়র প্রার্থী আ. বারেক মোল্লা একে অপরের উপর দোষ চাপিয়েছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর