২০ ডিসেম্বর, ২০২০ ১৮:৫২

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থী।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হওয়ায় সমর্থক ও দলীয় নেতাকর্মীদর সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বর্তমান মেয়র মো. রাফিকুল আলম (স্বতন্ত্র), বিএনপি মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল ও জাতীয় পার্টির ফিরোজ আহম্মেদ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার দিনভর  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ জানান, মনোনয়নপত্র জমার শেষ দিন হওয়ায় প্রার্থীদের ভিড় রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর