২২ ডিসেম্বর, ২০২০ ২২:২৩

কিশোরগঞ্জে দুই পৌরসভায় দু'জনের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে দুই পৌরসভায় দু'জনের মনোনয়নপত্র বাতিল

পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌরসভায় দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের মিয়া এবং কুলিয়ারচর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের ওমর ফারুকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণ খেলাপির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন। কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক দুইবারের মেয়র আবু তাহের মিয়া।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আবু তাহের মিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে এ পদে বৈধ প্রার্থী রয়েছেন ছয়জন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. পারভেজ মিয়া, বিএনপি মনোনীত মো. ইসরাইল মিঞা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক দুইবারের পৌর কাউন্সিলর এ কে এম নজরুল ইসলাম ভূঞা জুয়েল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নজরুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. স্বপন মিয়া।

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আবু তাহের মিয়া আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে আপিল করেছেন। আপিল করার বিষয়টি এ প্রতিবেদককে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৬ জন, ২ নং ওয়ার্ডে ৬ জন ও ৩ নং ওয়ার্ডে ১০ জন প্রার্থী।

সাধারণ আসনের কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৬ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭  নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৭ জন ও ৯ নং ওয়ার্ডে ১৪ জন প্রার্থী রয়েছেন।

এদিকে কুলিয়ারচর পৌরসভায় মেয়র পদে জমা দেওয়া দুজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও বিএনপি মনোনীত নূরুল মিল্লাত।

এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২  নং ওয়ার্ডে ৩ জন ও ৩ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী।
সাধারণ আসনের কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়র্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌরসভায় আগামী ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর