২৪ ডিসেম্বর, ২০২০ ১৯:২৮

টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে কে হবেন নৌকার মাঝি?

আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে কে হবেন নৌকার মাঝি?

শেখ কামরুল হাসান (উপরে বাঁয়ে থেকে), ইলিয়াছ হোসেন সরদার, মো. ফোরকান বিশ্বাস, শেখ তোজাম্মেল হক টুটুল, শেখ আহম্মেদ হোসেন মির্জা ও শেখ অলিদুর রহমান হিরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে টুঙ্গিপাড়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। তৃতীয় দফায় ৩০ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা তাদের প্রার্থিতার জানান দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন।

দেশের অন্য পৌরসভার তুলনায় টুঙ্গিপাড়া কিছুটা ব্যতিক্রম। কারণ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও এখানেই রয়েছে তার সমাধি সৌধ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ায় এখানে আলাদা গুরুত্ব বহন করে।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আটজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন-বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াছ হোসেন সরদার, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ কামরুল হাসান টবা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ অলিদুর রহমান হিরা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল  ইসলাম ও শেখ জাহিন আহম্মেদ সাবু।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর