২৭ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৭

চুয়াডাঙ্গায় নির্বাচনী উপকরণ সরবরাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নির্বাচনী উপকরণ সরবরাহ

চুয়াডাঙ্গা পৌরসভার ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রবিবার দুপুরে কেন্দ্র ভিত্তিক ভোট গ্রহণের সকল উপকরণ বিতরণ করা হয়। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইভিএম মেশিনসহ মালামাল গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ বলেন, ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৩টি কেন্দ্র এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে ইতিধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ভোট গ্রহণের উপকরণ তুলে দেয়া হয়।

তিনি বলেন, এবারই প্রথম চুয়াডাঙ্গার পৌরসভার ভোট ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হবে। প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর