২৮ ডিসেম্বর, ২০২০ ১০:২৮

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ চলছে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ চলছে

প্রথম ধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি (ইভিএম) এ ভোট প্রদান করছেন নারী ও পুরুষ ভোটাররা। 

মৌলভীবাজার জেলা নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, বড়লেখা পৌরসভায় মোট কেন্দ্র ১০টি ও ভোট কক্ষ ৪৩টি। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ হাজার ৪৪৩জন ভোটার এসব কেন্দ্রে ভোট প্রদান করছেন। 

পৌরসভায় মেয়র পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ধানের শীষ নিয়ে লড়ছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সায়েদুল ইসলাম। এছাড়া কাউন্সিলর ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১১জন। বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর