২৮ ডিসেম্বর, ২০২০ ১১:০৮

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. রমজান আলী (নৌকা প্রতীক) এবং বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা (ধানের শীষ প্রতিক)। 

এছাড়া  নয়টি ওয়ার্ডে  কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন, সংরক্ষিত আসনে  ১৫ জন। মানিকগঞ্জ পৌরসভা ১৯৫৮ সালে  গঠিত হয়। এর আয়তন ৪২.২৮ বর্গকি.মি.। ওয়ার্ড সংখা ৯ । ১৯৯৭সালের ২৭ শে মার্চ এটি ১ম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। 

মানিকগঞ্জ জেলা  নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৪৬ জন, সংরক্ষিত আসনে (নারী) ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন ভোটারসহ এবার মোট ভোটার হচ্ছে ৫৫ হাজার ১৯৮ জন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৯৩৩ জন, নারী ভোটার রয়েছেন ২৮ হাজার ২৬৫ জন। নয়টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ২৫টি এবং কক্ষ রয়েছে ১৪৫টি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর