শিরোনাম
২৮ ডিসেম্বর, ২০২০ ১৮:২৩

ঠাকুরগাঁওয়ে ইভিএমের ধীরগতি, বিকাল ৪টার পরও চলছে ভোটগ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ইভিএমের ধীরগতি, বিকাল ৪টার পরও চলছে ভোটগ্রহণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার প্রথম ইভিএমে ভোটগ্রহণে দেখা দিয়েছে ধীরগতি। রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করছেন। 

ইভিএম পদ্ধতিতে সময় বেশী লাগায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে বিরক্তি বোধ মনে করছেন বলে জানান ভোট দিতে আসা অনেকে।
ভোট গ্রহণে বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা থাকলেও ৯টি কেন্দ্রেই ভোটারদের লক্ষ্য করার মতো উপস্থিতি থাকায় চারটার পরেও ভোটগ্রহণ শেষ হয়নি এখনো। 

তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা জানান, বিশেষ করে মহিলাদের উপস্থিতি বেড়েছে দুপুর থেকে। ফিঙ্গার না মেলায় কয়েকবার চেষ্টা করাতে ধীরগতি হচ্ছে। তবে বিকেল চারটার মধ্যে যেসব ভোটারর কেন্দ্রের ভেতর প্রবেশ করবে তাদের ভোটগ্রহণে যতক্ষণ সময় লাগবে ভোট নেয়া হবে। আর ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা করা হবে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর