৩১ ডিসেম্বর, ২০২০ ২১:৩৬

বগুড়ার ৫ পৌরসভায় মেয়র পদে ২৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ৫ পৌরসভায় মেয়র পদে ২৩ জনের মনোনয়নপত্র দাখিল

তৃতীয় ধাপে বগুড়ার ৫ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে ২৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক (আওয়ামী লীগ), মতিয়ার রহমান মতিন (বিএনপি), আবদুল মান্নান (বিদ্রোহী আওয়ামী লীগ), আবদুল গাফফার (বিদ্রোহী বিএনপি), সিরাজুল ইসলাম (জাগপা) এবং বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের স্ত্রী ফৌজিয়া খানম (স্বতন্ত্র)। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

কাহালু পৌরসভায় মেয়র পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, হেলাল উদ্দিন কবিরাজ (আওয়ামী লীগ), আবদুল মান্নান ভাটা (বিএনপি), ফেরদাউস আলম (বিদ্রোহী বিএনপি)। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন।

ধুনট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক, বিএনপি মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহা সন্তোষ রয়েছেন।

নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী সুশান্ত কুমার শান্ত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-মোমিনুল হক শিলু (আওয়ামী লীগ), সাইফুল ইসলাম (বিএনপি), ফজলে রাব্বী (জাতীয় পার্টি), মিজানুর রহমান (ইসলামী আন্দোলন), আইয়ুব হোসেন (স্বতন্ত্র), আবদুল বাসেদ (স্বতন্ত্র) ও সাইফুল আলম (স্বতন্ত্র)।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি  প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর