৩ জানুয়ারি, ২০২১ ২১:৫৭

গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি:

গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগ

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সন্ধ্যায় আশরাফুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসী, হত্যাসহ দাগী আসামি, স্থানীয় মাস্তান চাঁদাবাজদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে ভোটারদের মধ্যে ভিতি সৃষ্টি করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহমেদ আলী। 

তিনি আরো বলেন, ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ আলী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। আমার বিরুদ্ধে নান ধরনের অপপ্রচার করছেন এবং তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর ভয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

ভোটাররা যেনো সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি। 

এসময় পৌরসভার রাস্তা, ঘাট, পানির ট্রাংক, ডাম্পিং স্টেশনসহ সব উন্নয়ন তুলে ধরেন। আগামীতে মেয়র নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও উন্নতি শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে গাংনী পৌরসভায় ১৪০ কোটি টাকার প্রকল্প চলছে। এগুলো সম্পন্ন হলে গাংনী পৌর শহর তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর