৫ জানুয়ারি, ২০২১ ২১:৩৭

শেরপুরে পৌর নির্বাচনী মিছিলে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

শেরপুরে পৌর নির্বাচনী মিছিলে হামলা, আহত ১০

বগুড়ার শেরপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত দলীয় মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর তিন জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া জানান, গত সোমবার (৪জানুয়ারি) রাত অনুমান সোয়া দশটার দিকে পৌরশহরের দ্বাড়কিপাড়া এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস সাত্তারের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌরশহরের টাউন কলোনী এলাকার সাব্বির হোসেন, নিরব মিয়া, হযরত আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া ওই ঘটনায় আহত কারিমুল ইসলাম, মানিক, সুমন, নাজমুল ইসলাম, সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন হযরত আলী বলেন, ওই এলাকায় আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় বেশ কয়েকজন সশস্ত্র যুবক তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের বেধড়ক মারপিট করা হয়। 

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর