৭ জানুয়ারি, ২০২১ ২০:১২

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা।

আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে ভাগ হয়। এরপর গত উপজেলা নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে চলতে থাকে। কিন্ত তৃতীয় দফায় আগামী ৩০ তারিখে নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন ৯ জন।

এর মধ্য থেকে গত ৩ ডিসেম্বর দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বর্ধিত সভায় ছয়জনের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। পরে জেলা কমিটির অনুমোদনে আরো একজনসহ সাতজনের নাম কেন্দ্রে জমা দেওয়া হয়। কেন্দ্রীয় বোর্ড সেখান থেকে বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিককে আবারো নৌকা প্রতীকের মনোনয়ন দেয়।

৩০ তারিখের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুতিমূলক সভায় বিভক্ত কয়েকজনসহ শহর আওয়ামী লীগ, কৃষকলীগ ও যুবলীগসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। এ ধাপের ৬৪টি পৌরসভায় সবগুলোতেই ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর