১১ জানুয়ারি, ২০২১ ০০:০২

বাবার নির্বাচনী প্রচারণায় চিত্রনায়ক রোশান

অনলাইন ডেস্ক

বাবার নির্বাচনী প্রচারণায় চিত্রনায়ক রোশান

জিয়াউল রোশান

আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়া। বাবার পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় হয়ে উঠতে থাকা নায়ক জিয়াউল রোশান।

নায়ক রোশানের বাবা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও পৌরসভার দুইবারের মেয়র।

রবিবার দুপুরে রোশান গণমাধ্যমকে বলেন, সর্বশেষ নির্বাচনে আমার বাবা হেরে গেছেন অনৈতিক শক্তির কাছে। অথচ আমার বাবা বিগত ৩০ বছরে আখাউড়াকে একটা রোল মডেল শহরে পরিণত করেছেন। একটা মফস্বল শহরকে করেছেন আলোকিত শহরে। তৃতীয় শ্রেণির পৌরসভাকে উন্নীত করেছেন দ্বিতীয় শ্রেণিতে। আমার বাবার নামে একটা কটূ কথা প্রচলিত নেই আখাউড়ায়। তাই আমি বিশ্বাস করি, আমার বাবা এবার মেয়র পদে নির্বাচিত হবেন, তার আগে অবশ্যই বলব তিনিই মনোনয়ন পাবেন।  

রোশান বলেন, গত নির্বাচনে ভোট চুরি হয়েছিল। যে শ্রেণিটি আখাউড়া শহরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে, সেই অপশক্তি ব্যালট চুরি করে জয় ছিনিয়ে নেয়। এবার সে সুযোগ দেব না। এবার আমি পথে নেমে দেখেছি, আমার বাবাকে মানুষ কী পরিমাণ ভালোবাসে। যেখানেই যাচ্ছি যোগ্য বাবার সন্তান হিসেবে আমি মূল্যায়ন পাচ্ছি, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে।

রোশান বলেন, আখাউড়ায় আমরা টিনের বাড়িতে থাকি। আমার বাবা এতটাই সৎ যে ক্ষমতায় থেকেও নিজের ও পরিবারের জন্য কিছু করতে পারেননি। নিজের কোনো ব্যবসা নেই। যার কারণে সঞ্চয়ও নেই। এমন বাবাকেই আমি শ্রদ্ধা করি, বাবার জন্য আমার গর্ব হয়।

চিত্রনায়ক রোশান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আজহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত সিনেমাতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ককপিট’। অভিনেতা দেব প্রযোজিত এই সিনেমায় তিনি দেবের সঙ্গে পার্শ্বভূমিকায় অভিনয় করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রোশানের বাবা আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়া।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর