শিরোনাম
১১ জানুয়ারি, ২০২১ ১৬:১২

বীরগঞ্জে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে টেনশনে আওয়ামী লীগের প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে টেনশনে 
আওয়ামী লীগের প্রার্থী

বিদ্রোহী প্রার্থী নিয়ে টেনশনে বীরগঞ্জ আওয়ামী লীগ দলীয় প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর (নৌকা)। আবার বিএনপির দলীয় প্রার্থী পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন পলাশকে (ধানের শীষ) নিয়ে টেনশনে জামায়াত সমর্থিত প্রার্থী, জামায়াত নেতা ও সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ (জগ)। 

তবে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, বর্তমান মেয়র ও বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন বাবুল এ নির্বাচনে সকল প্রার্থীর জন্যেই টেনশনের কারণ হতে পারেন। এরই মধ্যে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে তাকে। বিভিন্ন স্থানে আলোচনায় এসব কথাই বলছেন পৌর নাগরিকরা। 

এবার বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌর নির্বাচনকে ঘিরে একদিকে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা, অন্যদিকে হাট-বাজারে কিংবা চায়ের দোকানে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সমানতালে সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচারণা। 

এদিকে, সোমবার থেকে আকাশ মেঘলা রয়েছে। শীতও বেড়েছে। করোনা ও শীতের প্রকোপও দমাতে পারেনি ভোটের নির্বাচনী গণসংযোগ। শীত ও করোনাকে পিছনে ফেলে প্রচারণায় সকল প্রার্থীই এগিয়ে চলেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর শহরের অলি-গলিসহ সকল সড়ক। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে। প্রার্থীরাও দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। 

বীরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর (নৌকা) এবং বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি, বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন বাবুল (মোবাইল), বিএনপি দলীয় প্রার্থী পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন পলাশ (ধানের শীষ), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, জামায়াত নেতা ও সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ (জগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম (হাত পাখা)।

এছাড়া সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রতিদ্বন্দিতা করছেন। উল্লেখ্য, ২য় ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।  

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর