১৪ জানুয়ারি, ২০২১ ১৭:৪৫

শেরপুরে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, আটক ২

শেরপুরপ্রতিনিধি

শেরপুরে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, আটক ২

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুর পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত আনিসুর রহমানের বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে। 

বুধবার রাতে শহরের বিভিন্ন দোকানপাট ও যান বাহনে ভাঙচুর চালায় তারা। এ সময় অনন্যা কসমেটিক সের মালিক ইন্দ্র নন্দী আহত হয়।

জানাযায়, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এ খবর রাতে শেরপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে তৃণমূলের ভোটে নির্বাচিত মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সমর্থকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। 

এক পর্যায়ে কিছু সমর্থক শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ হালকা যানবাহন ভাঙচুর চালায়। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে কেউ মামলা দেয়নি। আটককৃত দুজনকে ৫ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর