২৯ জানুয়ারি, ২০২১ ১৭:০৬

রামগঞ্জে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে

লক্ষ্মীপুর প্রতিনিধি

রামগঞ্জে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এখানে ১৭ টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝূঁকিপূর্ণ ধরা হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ, ২০০ আনসার সদস্য, র‌্যাবের বিশেষ টিম ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়।

এদিকে রামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪ জন, কাউন্সিলর পদে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ৩৬৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এদিন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর