২৯ জানুয়ারি, ২০২১ ১৭:৪৫

সরে দাঁড়ালেন কালিয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী লিটন

নড়াইল প্রতিনিধি

সরে দাঁড়ালেন কালিয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী লিটন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কালিয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন। কালিয়া পৌরসভা নির্বাচনের একদিন আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী, পৌরসভার বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

এ ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরার নির্বাচনে জয়লাভ করতে তেমন বেগ পেতে হবে না বলে মনে করছেন ভোটাররা। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, আওয়ামী লীগ নেতা মোল্যা ইমদাদুল হক, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বিএম ইকরামুল হক টুকু, অ্যাডভোকেট বিএম ইমদাদুল হক টুলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, পৌরসভার বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্বার্থে নির্বাচন হতে আমার প্রার্থীতা পদ প্রত্যাহার করলাম। 
নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচন শনিবার। 

সূত্রে জানা গেছে, ৩য় ধাপে আগামী আজ শনিবার নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন। নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ,বিএনপিসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হলেন আনজুমান আরা। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী মন্ডল।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মাওলানা মো. খায়রুজ্জামান হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

অপরদিকে কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হলেন মো. ওয়াহিদুজ্জামান হীরা। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহর জানান, নড়াইল পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪টি। ভোটকক্ষের সংখ্যা ৯৯টি। মোট ভোটার ৩৪ হাজার ৩১৩ জন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর