২৯ জানুয়ারি, ২০২১ ১৮:১৩

মোরেলগঞ্জের সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জের সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ

শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি-শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র‌্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোস্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এর মধ্যে নারী-পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর