৩০ জানুয়ারি, ২০২১ ০৮:২৫

শীত উপেক্ষা করে কোটচাঁদপুর ও হরিনাকুন্ডুতে ভোটারদের ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি

শীত উপেক্ষা করে কোটচাঁদপুর ও হরিনাকুন্ডুতে ভোটারদের ভিড়

কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভিড়

ঝিনাইদহের কোটচাঁদপুর ও হরিনাকুন্ডু পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

শীত উপেক্ষা করে ভোটগ্রহণের শুরুতেই কোটচাঁদপুর পৌরসভায় ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। 

যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে ১৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটন র‌্যাব,আনসার ও পুলিশ বাহিনী টহল দিচ্ছে এবং ১৪ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ১৪টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ৯টি ওয়ার্ডে ৮৫টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মোট ২৭ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৮৫ জন ও নারী ভোটার ১৪ হাজার ৮ জন।

অপরদিকে, হরিনাকুন্ডু ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটন বিজিবি,র‌্যাব,আনসার ও পুলিশ বাহিনী টহল দিচ্ছেন এবং ৯ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ৯টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ৯টি ওয়ার্ডে ৫২টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সেখানে মেয়র পদে ৪ জন,পুরুষ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার ১৭ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩৯২ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৮৩জন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর