৩০ জানুয়ারি, ২০২১ ০৯:৪২

পৌরসভা নির্বাচন: রামগঞ্জে ভোটারদের ব্যাপক উপস্থিতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

পৌরসভা নির্বাচন: রামগঞ্জে ভোটারদের ব্যাপক উপস্থিতি

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

মধ্য আঙ্গার পাড়া, সোনাপুর আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী। বয়োবৃদ্ধরাও কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এখানে আওয়ামী লীগ ও বিএনপিসহ মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ১৭টি কেন্দ্রে মোট ৩৬৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর ও কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, ২৬৯ জন পুলিশ, ২০০ আনসার সদস্য, র‌্যাবের বিশেষ টিম ও ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর