৩০ জানুয়ারি, ২০২১ ০৯:৫৮

রাজশাহীর মুন্ডুমালা-কেশরহাট পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মুন্ডুমালা-কেশরহাট পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাজশাহীর তানোরের মুন্ডুমালা ও মোহনপুরের কেশরহাট পৌরসভায় ভোগগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে মুণ্ডুমালা ও কেশরহাটে  তিনস্তরে নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এই দুই পৌরসভায় ব্যালটে ভোট হচ্ছে। এছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির টহল ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুণ্ডুমালা পৌরসভায় ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) বলে চিহ্নিত করেছেন প্রসাশন। মোট ভোটার ১৭ হাজার ৬৯৫ জন। 

অন্যদিক, মোহনপুরের  কেশরহাট পৌরসভা নির্বাচনেও মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় নয়টি কেন্দ্রে মোট ভোটার ১৫ হাজার ৭৭৬ জন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর