৩০ জানুয়ারি, ২০২১ ১১:৩৯

কটিয়াদীতে উত্তেজনা, পুুুনঃনির্বাচনের দাবি বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে উত্তেজনা, পুুুনঃনির্বাচনের দাবি বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ১৪টি কেন্দ্রের সবকটিতেই এজেন্টদের মারপিট করে বের করে দেওয়া ও জোরপূর্বক সিল মারার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা। 

শনিবার সকাল ১১টার দিকে উভয় প্রার্থী নিজ নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তারা এটিকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে নির্বাচন বাতিল করে পুুুনঃনির্বাচন দাবি করেছেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা পুুুনঃনির্বাচনের দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন তিনি।

তবে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম তার কাছে এ ধরনের কোন অভিযোগ কেউ করেনি উল্লেখ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেন। স্বতন্ত্র মেয়র প্রার্থীর লিখিত অভিযেগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, তার হাতে এখনও অভিযোগ পৌঁছেনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর