৩০ জানুয়ারি, ২০২১ ১১:৪০

রহনপুর পৌরসভা নির্বাচন: বেলা বাড়তেই ভোটারদের উপস্থিতি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রহনপুর পৌরসভা নির্বাচন: বেলা বাড়তেই ভোটারদের উপস্থিতি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৮টায় ১১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীও কোনো অভিযোগ করেন নি। নির্বচন সুষ্ঠ করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান দল, র‌্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 

রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিল পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ প্রার্থী প্রার্থিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মুহাঃ গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত বর্তমানে মেয়র তারিক আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মতিউর রহমান খান মতি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডাঃ মফিজউদ্দিন ও আশরাফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের জোহনা খাতুন ও স্বতন্ত্র নুরে আলম সিদ্দিকী বিপ্লব। ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর