৩০ জানুয়ারি, ২০২১ ১৩:১৩

ক্রমেই ভোটার বাড়ছে জলঢাকার বিভিন্ন কেন্দ্রে

নীলফামারী প্রতিনিধি

ক্রমেই ভোটার বাড়ছে জলঢাকার বিভিন্ন কেন্দ্রে

জলঢাকা পৌরসভা নির্বাচনে শনিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত। কনকনে শীতের কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের সংখ্যা বাড়ছে কেন্দ্রগুলোতে।

নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৯জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪২জন প্রতিদ্বন্ধিতা করছেন।

মেয়র পদে মোহসীন (নৌকা), ফাহমিদ ফয়সাল চৌধুরী (ধানের শীষ), আফরোজা পারভীন (লাঙল), সাবিনা আক্তার (মোবাইল ফোন), ইলিয়াস হোসেন (নারিকেল গাছ) ও শাহ জিয়াউর রহমান চৌধুরী (জগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, ৩৩ হাজার ৬৩৪জন ভোটারের মধ্যে পুরুষ ১৬ হাজার ৯২১জন এবং নারী ১৬ হাজার ৭১৩জন। ১৫টি কেন্দ্রের এক’শ ভোটকক্ষে ভোট দেবেন ভোটাররা। এক’শ সহকারী প্রিজাইডিং অফিসার ও দুইশ পোলিং অফিসার রয়েছেন সেখানে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রের পাশাপাশি পুরো এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে এছাড়া নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর