৩০ জানুয়ারি, ২০২১ ১৯:২১

হাকিমপুরে দ্বিতীয় বারের মতো নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী জামিল

দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে দ্বিতীয় বারের মতো নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী জামিল

জামিল হোসেন চলন্ত

তৃতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জামিল হোসেন চলন্ত। 

আওয়ামী লীগের দলীয় প্রার্থী জামিল হোসেন চলন্ত (নৌকা) ১০ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী (ধানের শীষ) ৪ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন। 

শনিবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এই ফলাফল ঘোষণা করেন। এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোমিনুল ইসলাম, হাকিমপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৯৯২ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী (ধানের শীষ) ৪ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন। 

নির্বাচনে অপর ২ প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন (নারিকেল গাছ) ৩১০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী ২৩০ ভোট পান। 

এবার হাকিমপুর পৌরসভায় ২১ হাজার ৬৩১ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪৬৮ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। মোট ভোটারের ৭৬ শতাংশ ভোট প্রদান করেছেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর