৩০ জানুয়ারি, ২০২১ ১৯:৩২

কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী পারভেজ মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী পারভেজ মিয়া

পারভেজ মিয়া

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পারভেজ মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।আজ শনিবার স্থগিত ২০ নং ওয়ালীনেওয়াজ খান কলেজ কেন্দ্রের (পূর্ব তিনতলা ভবন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের ভোট গণনা৷ শেষে আওয়ামী লীগ প্রার্থী পারভেজ মিয়া পেয়েছেন ৯০২ ভোট, তার নিকটতম বিএনপির ইসরাইল মিয়া পেয়েছেন ৫১৬ ভোট।

এ কেন্দ্রে ১৮৫২ ভোটের মধ্যে ১৪৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৪২৯টি। বাতিল ভোট ৪৩টি, হারিয়ে যাওয়া ব্যালট পেপারের সংখ্যা ১৯টি। তবে নির্বাচনে ব্যাপক কসরচুপিসহ নানা অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী ইসরাইল মিয়া দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এ পৌরসভার মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ২০ নং কেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার ছিনতাইয়ের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। পৌরসভার ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী পারভেজ মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৯২২ ভোট। আর বিএনপির প্রার্থী ইসরাইল মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৪৩৮ ভোট।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর