৩০ জানুয়ারি, ২০২১ ২০:৩১

উলিপুর পৌরসভায় মেয়র পদে নৌকার প্রার্থী মিঠু নির্বাচিত

খন্দকার একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম

উলিপুর পৌরসভায় মেয়র পদে নৌকার প্রার্থী মিঠু নির্বাচিত

মামুন সরকার মিঠু

তৃতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় নৌকার প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু ১৫৫৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৭৪১৩ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতাউর রহমান পেয়েছেন ৩৫২৮ ভোট। 

এর আগে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ঘন কুয়াশা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে জমে উঠে ভোটগ্রহণের পরিবেশ। পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণের শুরুতেই ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেকোনও ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৯ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, ৪টি র‌্যাবের টহল দল, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যগণ সবসময় টহলে নিয়োজিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর